হোম > সারা দেশ > মাদারীপুর

স্ত্রীর যৌতুকের মামলায় দিল্লিতে নিযুক্ত পররাষ্ট্র কর্মকর্তা কারাগারে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে স্ত্রীর করা যৌতুকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ আকনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। 

পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ আকন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি পশ্চিম চরপাড়া গ্রামের বাসিন্দা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কাউন্সিলর (রাজনৈতিক ১) হিসেবে কর্মরত।

মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ২০২২ সালে ৭ অক্টোবর ৪০ লাখ টাকা ও ঢাকার আফতাব নগরে পাঁচ কাঠা জমির প্লট যৌতুক দাবির অভিযোগ এনে আসামির বিরুদ্ধে তাঁর স্ত্রী জারিন রাফা নীলান্তি আদালতে মামলা করেন। এই মামলায় আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৭ এপ্রিল মামলার বাদী জারিন রাফা নীলান্তির (২৬) সঙ্গে মো. আব্দুল ওয়াদুদ আকনের (৩৭) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান আছে। ২০২২ সালে ৭ অক্টোবর বাদীর মাদারীপুরের এক আত্মীয়ের বাসায় আসামি স্ত্রীর কাছে ৪০ লাখ টাকা ও আফতাব নগরে পাঁচ কাঠা জমির প্লট যৌতুক দাবি করেন। 

এ বিষয়ে বাদী জারিন রাফা নীলান্তির মোবাইলে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত