হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে মাদক নিতে বাধা দেওয়ায় বড় ভাইকে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে মো. শফিকুল ইসলাম সাইলু আকন (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদখাঁ হাট এলাকায় এই ঘটনা ঘটে। মাদক নিতে বাধা দেওয়ায় ছোট ভাই সায়েম আকন (২৮) তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তাঁরা দুজন উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর এলাকার সায়েম আকন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। তাঁকে মাদক সেবনে বাধা দেন বড় ভাই সাইলু আকন। তাতে ক্ষিপ্ত হন সায়েম আকন। আজ বৃহস্পতিবার বিকেলে সাইলু আকন শ্বশুরবাড়ি পিরোজপুর যাচ্ছিলেন। এ সময় সায়েম ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হন। বড় ভাই ভ্যানগাড়িতে করে বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। এ সময় ছোট ভাইও ওই ভ্যানগাড়িতে ওঠেন।

এ সময় তাঁরা পাশের ইউনিয়ন রমজানপুরের হামেদখাঁ হাট এলাকার বাজার পার হওয়ার সময় ফাঁকা জায়গায় সায়েম তাঁর বড় ভাইকে কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাতে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন সায়েমকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ছাড়া আহত অবস্থায় সায়েমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইকে হত্যা করেছে তাঁর ভাই। ঘটনাটি খুবই দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছোট ভাই সায়েমকে উদ্ধার করে পুলিশের নজরদারিতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সাইলু আকন তাঁর ছোট ভাই সায়েমকে মাদক খেতে বাধা দেন ও তাঁকে মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাবেন বলে জানান। তাতে ক্ষিপ্ত হয়ে সে এই ঘটনা ঘটিয়েছে। তবে এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ