হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি উদ্ধার করে শিবচর থানায় রাখা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের একটি বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ওই পরিবারের আলমারিতে রাখা ছিল গ্রেনেড সদৃশ বস্তুটি। বাড়ির শিশুরা মাঝে মধ্যে বস্তুটি দিয়ে খেলতো বলেও জানা গেছে। 

খবর পেয়ে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদীনের বাড়িতে যায় শিবচর থানা–পুলিশের টিম। শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমারের নেতৃত্বে বসত ঘরের আলমারিতে রাখা বস্তুটি উদ্ধার করে। অনেক দিন আগে পুকুর খনন করতে গিয়ে জয়নাল আবেদীনের পরিবার গ্রেনেড সদৃশ বস্তুটি পায়। পুরোনো এবং মরিচা পড়া হলেও এর সঙ্গে একটি পিন যুক্ত রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জয়নাল আবেদীনের কিশোর বয়সী ছেলে তার মামা বাবু মোল্লার বাড়িতে বসে একটি সিনেমা দেখছিল। সিনেমায় গ্রেনেড দেখে তার মামাকে জানায় ওই রকম একটি বস্তু তাদের বাড়িতেও আছে। গতকাল রাতে বিষয়টি শিবচর থানা-পুলিশকে জানালে তাৎক্ষণিক ওই বাড়িতে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘ওই পরিবারের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই এবং গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আদালতে আবেদনের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান