হোম > সারা দেশ > মাদারীপুর

ঘোলা পানিতে মাছ শিকার বিএনপির চিরদিনের স্বভাব: স্বাস্থ্যমন্ত্রী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার বিএনপির চিরদিনের স্বভাব। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছিল, তারা এখন সেটাই চায়।’

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপজেলা স্বাস্থ্যসেবা খাতে কর্মরত সংশ্লিষ্টদের সঙ্গে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলগুলো শুধুই মিথ্যাচার করছে। বিরোধী দল বলছে, আওয়ামী লীগ খাদ্যের দাম বাড়িয়েছে। কিন্তু খাদ্যের দাম আওয়ামী লীগ বাড়ায়নি। যুদ্ধের কারণে বিশ্বের সব দেশেই খাদ্যের দাম বেড়েছে। তেলের দাম বেড়েছে। তবু প্রধানমন্ত্রী এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষকে ভালো রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।’

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলম, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ অন্যরা। 

অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, ‘শিবচরে স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ডাক্তাররা শিবচরের বেতন নেবেন আর ঢাকায় থেকে পরিবার নিয়ে সুবিধা নেবেন, এটা হতে দেওয়া হবে না। শিবচরের জনগণ যাতে সঠিক সেবা পায়, সেভাবে কাজ করতে হবে। শিবচরের মানুষ যাতে সঠিকভাবে স্বাস্থ্যসেবা পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ 

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

৪০ লাখের পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২০ লাখ দাবি