হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত তুহিন দর্জি (৩৪) মাদারীপুর মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, তুহিন দর্জি তাঁর বন্ধু শিমুল সরদারকে নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় ব্যক্তিগত কাজে যান। ফেরার পথে ঝাউদি গিরি এলাকায় আসলে মোটরসাইকেল থামিয়ে তুহিন ও শিমুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। 

এ সময় শিমুল পালিয়ে গেলেও এলোপাতাড়ি কুপিয়ে তুহিনকে জখম করা হয়। তুহিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢামেকে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তুহিন দর্জির শরীরের বিভিন্নস্থানে একাধিক কোপানোর চিহ্ন আছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢামেকে পাঠানো হয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, পূর্ব শত্রতার জেরে এই হামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত