হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে পুকুর থেকে উদ্ধার হওয়া মরদেহটি মানসিক ভারসাম্যহীন নারীর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খবির উদ্দিন মৌলভীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর জেলার শিবচরে একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম লিমা বেগম (২৮)। তিনি একই উপজেলার দত্তপাড়া গ্রামের ভ্যানচালক রুবেল মাতুব্বরের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৮ জুন) বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৭ জুন) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি লিমা। শনিবার সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়াপুকুরপাড় এলাকার খবির উদ্দিন মৌলভী বাড়ির পুকুরের সিঁড়িতে তাঁকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। পরে লিমাকে পুকুরে ডুবে যেতে দেখে বাড়িতে খবর দেয় এক শিশু। এ সময় স্থানীয়রা এসে পানি থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তবে তাৎক্ষণিক কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে না পেরে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় শিবচর থানার পুলিশ।

স্থানীয় হাবিব মুন্সী বলেন, ‘সকালে পুকুরঘাটে এই নারীকে শুয়ে থাকতে দেখে আশপাশের লোকজন। তখনই তাঁকে মানসিক প্রতিবন্ধী মনে হয়েছিল। বেলা ১১টার দিকে বাড়ির ছোট ছেলেরা পানিতে ডুবে যেতে দেখে দৌড়ে বাড়ি এসে খবর দেয়। পরে আমি গিয়ে পানি থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, পুকুরের পানিতে পড়ে মারা যাওয়া নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ