রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরের কবিরাজপুর থেকে এক নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার কবিরাজপুর ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের পেছনের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কবিরাজপুর হাসপাতালের পেছনে সিরাজ মিয়ার পরিত্যক্ত পুকুরে একটি নবজাতকের গলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা রাজৈর থানায় খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে এলাকাবাসীর সহায়তায় দাফনের ব্যবস্থা করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, একটি নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে।