মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পাঁচ্চর গোলচত্বরসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্থানীয়দের ভাষ্য, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণ পর লাশের একাধিক অংশ লাইনের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, নিহত ব্যক্তি মধ্যবয়স্ক পুরুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে চেনার উপায় নেই। মনে হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন, ট্রেনে কাটা পড়েই ওই ব্যক্তি মারা গেছেন। লাশ চেনার উপায় নেই। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।