হোম > সারা দেশ > মাদারীপুর

এনসিপির সভায় বৈষম্যবিরোধী নেতাকে হাতুড়িপেটা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এনসিপির কর্মিসভায় বৈষম্যবিরোধী নেতাকে হাতুড়িপেটা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মিসভায় জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যসচিব মাসুম বিল্লাহকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তির সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের পর থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটির সদস্য হাসিবুল্লাহ ও মাসুম বিল্লাহর মধ্যে মতবিরোধ শুরু হয়। সেই দ্বন্দ্বের সূত্র ধরে আজ বুধবার এনসিপির কর্মিসভা শুরুর আগেই হামলার এ ঘটনা ঘটে।

এ সময় মাসুমকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানতে চাইলে আহত মাসুম বিল্লাহর বাবা আক্তার উজ্জামান বলেন, ‘হাসিবুল্লাহ ও আরও কয়েকজন মিলে আমার ছেলের ওপর হামলা করেছে। ওর মাথায় অনেক আঘাত করা হয়েছে। তাই ওর অবস্থা গুরুতর। আমি এই ঘটনার বিচার চাই।’

এদিকে এটিকে পরিকল্পিত হামলা উল্লেখ করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই।’

মাদারীপুরে এনসিপির কর্মিসভায় বৈষম্যবিরোধী নেতাকে হাতুড়িপেটা। ছবি: আজকের পত্রিকা

সংগঠনের আহ্বায়ক মো. নিয়ামতউল্লাহ বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। বারবার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর কঠিন বিচার হওয়া দরকার।’ অপর দিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার পর পরই এলাকা থেকে পালিয়েছে হামলাকারীরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা-পুলিশের একাধিক টিম।’

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের