হোম > সারা দেশ > মাদারীপুর

পানির নিচে কৃষকের স্বপ্ন 

প্রতিনিধি, মাদারীপুর

বন্যায় মাদারীপুরের কালকিনি উপজেলায় ২২২ হেক্টর জমির রোপা আমন খেত ও সবজি খেত পানিতে ডুবে গেছে। দীর্ঘ সময় ধরে ডুবে থাকায় আমন ধানের গাছগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কৃষকদের কপালে। দ্রুত পানি সরে না গেলে ধান গাছগুলো টিকবে কি-না  তা নিয়ে শঙ্কায় চাষিরা। এতে করে এ অঞ্চলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ১৫টি ইউনিয়নের ফসলি মাঠে রোপা আমন গাছগুলো পানিতে তলিয়ে গেছে। উপজেলার বাঁশগাড়ি, পূর্ব এনায়েতনগর, সাহেবরামপুর, গোপালপুর, নবগ্রাম, ডাসার, কাজীবাকাইসহ ১৫টি ইউনিয়নের উঁচু জমিতে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ ও বপন করা হয়েছিল। সৃষ্ট বন্যার ফলে অনেক জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। 

উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষক ছলেমান মাতুব্বর বলেন, বন্যার পানিতে রোপা আমন ধান তলিয়ে গেছে। এখন দ্রুত পানি সরে না গেলে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, উপজেলায় প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ ও বপন করা হয়েছিল। বর্তমানে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় দুই শত ২০ হেক্টর জমির ধান ও দুই হেক্টর জমির সবজি পানির নিচে চলে গেছে। এতে করে এ উপজেলার কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে। 

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের