হোম > সারা দেশ > মাদারীপুর

পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দালাল ধরল দুদক

মাদারীপুর প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ছদ্মবেশে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে। আজ মঙ্গলবার দুপুরে দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম এমদাদ হাওলাদার (৫০)। তিনি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ভাড়া থাকেন।

দুদক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের আনাগোনা বেড়েছে। এমন সংবাদ পেয়ে ছদ্মবেশে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা। দালাল এমদাদ হাওলাদার পাসপোর্ট করে দেবেন তাই এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন। এ সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। এরপর মুচলেকা দিয়ে স্ত্রীর জিম্মায় এমদাদকে ছেড়ে দেয় দুদক।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাসপোর্ট অফিস ও এর আশপাশে এমন কাজ আর করবেন না শর্তে এমদাদকে তাঁর স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তা ছাড়া হয়রানি বন্ধে পাসপোর্ট অফিসে এমন অভিযান অব্যাহত থাকবে।’

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর