হোম > সারা দেশ > মাদারীপুর

নিখোঁজের ১৬ দিন পর মিলল মৎস্যচাষির অর্ধগলিত লাশ

মাদারীপুর প্রতিনিধি

নিহত মৎস্যচাষি সালাম ফকির। ছবি: সংগৃহীত

মাদারীপুরে নিখোঁজের ১৬ দিন পর পাটখেত থেকে মৎস্যচাষি সালাম ফকিরের (৬৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সালাম ফকির একই উপজেলার পশ্চিম ছিলারচর গ্রামের ছয়জউদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, গত ২৯ মে সকালে মাছ ধরার জন্য সালাম ফকির বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেলে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি ও বিভিন্ন এলাকায় মাইকিং করে হারানো বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

নিখোঁজের ১৬ দিন পর স্থানীয়রা আজ দুপুরে নিজ বাড়ির পেছনে পাটখেতে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

জানতে চাইলে নিহতের ছেলে সুমন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবার মৃত্যু কীভাবে হয়েছে বলতে পারছি না। বাবার মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য পুলিশের সহযোগিতা চাই।’

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ