হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, উচ্ছ্বসিত ভোটাররা

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। উপজেলার আমগ্রাম, বদরপাশা, খালিয়া ও হোসেনপুর ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল থেকে ভোট দেওয়ার জন্য ভোটাররা লাইনে দাঁড়াতে শুরু করেন। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা। 

জানা যায়, মাদারীপুর জেলার রাজৈরের চারটি ইউনিয়নে মোট ২৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা আসনে ৩৭ জন ও সাধারণ সদস্য পদে ১২০ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। একই সঙ্গে চারটি ইউনিয়নে ৩৯টি ভোটকেন্দ্রের ১৮১টি কক্ষে মোট ৬৩ হাজার ৭৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। 

ভোট দিতে আসা আমিনা বেগম বলেন, ‘ভোট দেওয়ার জন্য আমি অনেকক্ষণ যাবৎ লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’ 

কামাল মৃধা নামে এক ভোটার বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাঁকে দেব। এ জন্যই লাইনে দাঁড়িয়ে আছি।’ 

হারুন নামে আরেকজন বলেন, ‘আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব। আশা করছি, তিনিই জয়ী হবেন।’

রাজৈর উপজেলার খালিয়া ও বদরপাশার রিটার্নিং অফিসার হারুন-অর-রশিদ বলেন, ‘রাজৈর উপজেলার চারটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, এভাবেই ভোটগ্রহণ চলবে।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ