হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর, প্রতিনিধি

কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থাপনা উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা সদরের থানার মোড় থেকে ফাঁসিয়াতলা সড়ক এবং একই উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর থেকে চরআলীপুর সড়কের পাশে সরকারি জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা। তাঁরা দীর্ঘদিন ধরে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মাহবুবা ইসলাম অভিযানে যান। তাঁরা কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

স্থানীয় আবুল হোসেন, রাসেল, জমিসসহ বেশ কয়েকজন জানান, সড়কের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করায় রাস্তা ছোট হয়ে যায়। তাই এই সড়কগুলো দখল মুক্ত হওয়ায় সাধারণ মানুষ খুব খুশি।

কালকিনি ইউএনও উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে তোলা শতাধিক দোকান ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

মাদারীপুরে হাইওয়ে পুলিশের অভিযান, ১২ ইজিবাইক জব্দ

মাদারীপুরে অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত বেড়ে ৭

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৬

মাদারীপুরে বিদ্যুতের ৩৩ কেভির খুঁটির যন্ত্রাংশ চুরি

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০