হোম > সারা দেশ > মাদারীপুর

অবৈধ ৮টি দোকান ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সদর উপজেলার মস্তফাপুর বাজারের ভেতর গড়ে ওঠা অবৈধ আটটি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মস্তফাপুর বাজারের ভেতর চলাচলের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন স্থানীয় আট ব্যক্তি। এমন খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় বাজারের ভেতর গড়ে ওঠা স্থানীয় ওহাব মোল্লা, লাভলু খান, মজিবর মীর, রাজীব খান, ইব্রাহীম বেপারী, দিলিপ কর্মকার, দুলাল ঘোষ ও নেপাল মালোর অবৈধভাবে গড়ে ওঠা দোকান ভেঙে ফেলা হয়। প্রশাসনের উচ্ছেদের খবরের আগেই দোকানের মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা। 

মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় বাজারের ভেতর গিঞ্জি পরিবেশ তৈরি হয়। এ কারণে পথচারীদের হাঁটা চলায়ও বিঘ্ন ঘটে। 

এ ছাড়া আটটি দোকান নির্মাণ করায় পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি জানালা বন্ধ হয়ে যায়। এতে করে ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলো বাতাস প্রবেশ করত পারত না। তাই অভিযোগের ভিত্তিতে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩