মাদারীপুরে সদর উপজেলার মস্তফাপুর বাজারের ভেতর গড়ে ওঠা অবৈধ আটটি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মস্তফাপুর বাজারের ভেতর চলাচলের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন স্থানীয় আট ব্যক্তি। এমন খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় বাজারের ভেতর গিঞ্জি পরিবেশ তৈরি হয়। এ কারণে পথচারীদের হাঁটা চলায়ও বিঘ্ন ঘটে।