হোম > সারা দেশ > মাদারীপুর

গোলাপের আসনে নৌকায় সিল, ভোট গ্রহণ বন্ধ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ (কালকিনি) আসনে নৌকায় সিল দিয়ে বাক্স ভরার ঘটনায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ রমজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, ‘ঝামেলা দেখে আমরা দ্রুত কেন্দ্রে চলে আসি। ভোট গ্রহণ আপাতত বন্ধ রাখা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে।’

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর মৃধা বলেন, ‘এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৬১৯ জন। সকাল ১০টা পর্যন্ত ২০০ ভোট কাস্টিং হয়েছে। সাবেক ইউপি মেম্বার নৌকার পোলিং এজেন্ট দুলাল ব্যাপারী ব্যালট বইয়ে সিল মারছিলেন। তাতে বাধা দিতে গেলে আমাকে ভোট বন্ধ করে দেওয়ার হুমকি দেন। পরে এক পুলিশের এসআইয়ের গায়ে হাত দেন। তাতে উত্তেজনা সৃষ্টি হলে কেন্দ্রটি আমরা সাময়িক বন্ধ রেখেছি। ইউএনওকে খবর দিয়েছি। তিনি এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেল সোয়া ১১টার দিকে এই কেন্দ্রে আসেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ। এ সময় গোলাপের সঙ্গে ২০-২৫ জন কর্মী-সমর্থক ছিলেন। তিনি কেন্দ্রে আসার পরই স্বতন্ত্র প্রার্থীর তাহমিনা বেগমের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। পরে ব্যালট বইয়ে নৌকায় সিল দেওয়া শুরু করেন নৌকার পোলিং এজেন্ট দুলাল ব্যাপারী। এ সময় দুপক্ষে উত্তেজনা দেখা দিলে কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

তবে নৌকার পোলিং এজেন্ট দুলাল ব্যাপারী দাবি করেন, ‘নৌকায় প্রকাশ্যে সিল দেওয়া হয়নি। আমি কিছুই করিনি। ঈগলের এজেন্ট কোথায় তা বলতে পারব না।’

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, ‘আমার এজেন্টদের বের করে দিয়ে নৌকায় প্রকাশ্যে সিল দেওয়া হচ্ছিল। ভোটের পরিবেশ নষ্ট করছেন গোলাপ। প্রশাসনকে বিষয়টি কঠোরভাবে দেখার অনুরোধ করছি।’

এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, অনিয়মের অভিযোগে রমজানপুরের ভোটকেন্দ্রটি সাময়িক বন্ধ রাখা হয়েছে।

মাদারীপুরে অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত বেড়ে ৭

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৬

মাদারীপুরে বিদ্যুতের ৩৩ কেভির খুঁটির যন্ত্রাংশ চুরি

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড