হোম > সারা দেশ > মাদারীপুর

ঘরের মধ্যে গৃহবধূর লাশ রেখে পালাল স্বামী ও তাঁর পরিবার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ঘরের মধ্যে গৃহবধূর ঝুলন্ত মরদেহ রেখে স্বামী ও তাঁর পরিবারের লোকজন পালানোর খবর পাওয়া গেছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, এওজ গ্রামের কালাম সরদারের ছেলে মাসুদ সরদারের সঙ্গে দুই বছর আগে একই গ্রামের সোবাহান কবিরাজের মেয়ে লিয়া আক্তার মনির পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতেই স্বামী মাসুদ ও তাঁর পরিবারের লোকজন যৌতুকের টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতনভাবে করে আসছিল। এ নিয়ে কয়েক দফা পারিবারিকভাবে সালিসও হয়। 

নিহতের বাবা সোবাহান কবিরাজ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরেও যৌতুকের টাকার জন্য মাসুদ ও তাঁর পরিবার আমার মেয়ে মনিকে চাপ দেন। টাকা আনতে অস্বীকার করলে তারা আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে। পরে মরদেহ ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে সবাই পালিয়ে যায়।’ 

সোবাহান কবিরাজ আরও বলেন, ‘স্থানীয়রা ঘরের জানালা দিয়ে মরদেহ ঝুলতে দেখে আমাদের ও পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’ 

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত বেড়ে ৭

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৬

মাদারীপুরে বিদ্যুতের ৩৩ কেভির খুঁটির যন্ত্রাংশ চুরি

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড