হোম > সারা দেশ > মাদারীপুর

কীটনাশক পানে স্বামীর মৃত্যু স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব তালুকদারের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্ত্রী লাইজু আক্তার। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মাঝে দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ চলে আসছিল। এ ঘটনার জেরে গতকাল শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে রাজিব তালুকদার ঘরে থাকা কীটনাশক পান করেন। এ সময় বোতলে থাকা বাকি কীটনাশক তাঁর স্ত্রীও পান করেন। পরে প্রতিবেশীরা ব্যাপারটা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে যায়। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব তালুকদারের মৃত্যু হয়। প্রাণে বেঁচে গেলেও স্ত্রী লাইজু আক্তারের অবস্থা আশঙ্কাজনক। 

এ ব্যাপারে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে তারা বিষ পান করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা