হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হাতবোমা নিক্ষেপ, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা হাসপাতালে আহত চম্পা বেগম। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামের হবি মালের স্ত্রী চম্পা বেগম (৪০), একই গ্রামের কুট্টি শিকদারের ছেলে সেলিম শিকদার (২৬) ও হাতেম মালের ছেলে আব্দুল মাল (৬০)।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদের সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে স্থানীয় আলম হাওলাদার, পাপ্পু হাওলাদারসহ প্রভাবশালী চক্র। রোববার রাতেও কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে সেখানে বালু উত্তোলন শুরু করে তারা। নদের পাড়ের লোকজন বাধা দিলে তাদের ওপর হঠাৎ হাতবোমা নিক্ষেপ করে। এ সময় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গৃহবধূ চম্পা বেগমের অবস্থা গুরুতর।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, ‘আড়িয়াল খাঁ নদে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনে ও রাতে আলাদা অভিযান চালাচ্ছে প্রশাসন। এরই মধ্যে বেশ কয়েকজনকে জেল-জরিমানা করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু ড্রেজার মেশিনও জব্দ করা হয়েছে।’

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান