হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

মাদারীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে বাবুল হাওলাদার নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন।

জানা গেছে, একটি চাঁদাবাজি মামলার সাক্ষী ছিলেন রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের বাবুল। এরই জেরে ২০১৫ সালের ৪ জানুয়ারি তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ৬ জানুয়ারি ৪২ জনের নামে রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বড় ছেলে ইমরান হাওলাদার। মামলায় গতকাল বিকেলে শাখারপাড় এলাকার সাহেবালী মুন্সি (৬৫), খোকন মুন্সি (৪৫), সাহাবুদ্দিন মুন্সি (৫৮), লাবলু মুন্সি (৫৮) ও হান্নান মুন্সিকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ ছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। মামলার রায়ের সময় হান্নান মুন্সি ছাড়া সাজাপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নিহতের ছোট ছেলে আসাদুল হাওলাদার বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট হইনি। আমরা উচ্চ আদালতে ন্যায়বিচার পাব বলে প্রত্যাশা করছি।’

আসামিপক্ষের আইনজীবী ফয়জুর রহমান হিরু বলেন, ‘এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে। ন্যায়বিচারের স্বার্থে আমরা এই আপিল করব।’

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা