হোম > সারা দেশ > মাদারীপুর

ঘন কুয়াশায় যানবাহনের ধীর গতি পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে আজ বুধবার সকালে যানবাহন চলাচলে ধীর গতি দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এ ছাড়া মহাসড়কে যানবাহন চলাচল তুলনামূলক কম রয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে। 

বুধবার মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়তে থাকে। সকালে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। ঘন কুয়াশার কারণে দিক নির্ণয়ে বাধার সৃষ্টি হচ্ছে বলে যানবাহন চালকেরা জানান। ফলে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে পরিবহন। শিবচর উপজেলার সূর্যনগর, পাঁচ্চর বাস স্ট্যান্ড ঘুরে এ চিত্র দেখা যায়। এ ছাড়া শীতের তীব্রতার কারণে গাড়িগুলিতে যাত্রীদের উপস্থিতিও কম দেখা গেছে। এ ছাড়া ঢাকাগামী লোকাল পরিবহনও মহাসড়কে কম রয়েছে।

মো. আশরাফ নামের এক ট্রাকচালক বলেন, ‘প্রচুর কুয়াশা পড়েছে। মহাসড়কে কিছুই দেখা যায় না প্রায়। হেডলাইট জ্বালিয়ে, হর্ন দিয়ে কম গতিতে ঢাকা যাচ্ছি। তা ছাড়া সকাল থেকে মহাসড়কে পরিবহনও বেশ কম রয়েছে।’

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মহাসড়কে হাইওয়ে পুলিশের স্বাভাবিক ডিউটি রয়েছে। কুয়াশার কারণে পরিবহন চলাচল কিছুটা কম রয়েছে সকাল থেকে। দুর্ঘটনা এড়াতে গতিনিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতাও রয়েছে মহাসড়কে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন, ‘কুয়াশায় পরিবহন চলাচলে ধীর গতি রয়েছে। আমাদের পুলিশ বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে। কোথাও কোনো যানবাহনের জটলা যাতে না হয়, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠা-নামা যাতে না করে সেদিকে বিশেষ নজর রয়েছে।’

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

৪০ লাখের পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২০ লাখ দাবি