হোম > সারা দেশ > মাদারীপুর

পদ্মার পাড়ে শনাক্তের অপেক্ষায় মরদেহের সারি

প্রতিনিধি

মাদারীপুর: শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। আর একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে দুর্ঘটনা ঘটলেও নিহতদের স্বজনেরা এখনো ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেননি।

স্থানীয়রা জানিয়েছেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালু বোঝাই একটি বাল্কহেডের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ২৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের স্বজনেরা ঘাট এলাকায় এসে পৌঁছাননি।

স্থানীয় বাসিন্দা শান্ত মিয়া বলেন, ভোর ৬টার দিকে এলাকার নারীরা নদীতে পানি নিতে এসে স্পিডবোটটি উল্টে থাকতে দেখেন। বাড়ি গিয়ে সবাইকে বললে স্থানীয় লোকজন এসে উদ্ধার কাজ শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।

স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী স্থানীয় মনির ফকির বলেন, ভোর ৬টার সময় এসে দেখি একটা শিশু জীবিত আছে। আরো একজন আহত। আমি সাতটি লাশ উদ্ধার করি। এরপর প্রশাসন আসে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযান এখনো চলছে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে । পাঁচ জন আহত হয়েছে। তাঁরা চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধার কাজ এখনো চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্বজনেরা এখনো এসে পৌঁছাননি।

আরও পড়ুন:

 

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের