হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় রিকশাচালক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের পাকদীতে মোটরসাইকেলের ধাক্কায় মজিবুর ফকির (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই আরোহী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের পৌর এলাকার পাকদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

জানা গেছে, নিহত মজিবুর ফকির পৌরসভার থানতলী এলাকার ভাষাই ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, শুক্রবার রাতে রিকশাচালক মজিবুর রিকশা চালিয়ে শহরের দিকে আসছিলেন। এ সময় পৌর এলাকার পাকদী ট্রাকস্ট্যান্ডের দিকে পৌঁছালে মোস্তফাপুর থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাঁর রিকশায় পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মজিবুর পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী আবদুল্লা ও রবিউলও আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মজিবুরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান