মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী রওশনারা বেগম (৪৫) ও তাঁর মেয়ে আল্লাদি আক্তার (২০) নামের দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তারা ভাঙ্গা থানার সলিম দিয়া গ্রামের নুরুল মাতুব্বরের স্ত্রী ও মেয়ে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, ‘একটি অটোভ্যান টেকেরহাট থেকে রাজৈরের দিকে যাচ্ছিল। এ সময় বৌলগ্রামে অস্থায়ীভাবে নির্মিত সড়কে এলে হঠাৎ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা ও মেয়ে দুজনের মৃত্যু হয়।’
এসআই আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে সেতু নির্মাণের কাজ চলছে। এ কারণে যাতায়াতের জন্য বিকল্প হিসেবে একটি অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে। সেই সড়কে এ দুর্ঘটনা ঘটে।