হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশব্যাপী নিহতদের স্মরণে মাদারীপুর জেলার শিবচরে মোমবাতি প্রজ্বালন এবং এক মিনিট নীরবতা পালন করেছেন শিক্ষার্থীরা। 

গতকাল শনিবার রাতে পঞ্চমালা বাংলাদেশ পক্ষ থেকে শিবচর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্বালনের আয়োজন করা হয়। 

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ মোমবাতি প্রজ্বালন করে অংশ নেন। 

এ সময় তাঁরা নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁরা সব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ভাইদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা। আমরা তাদের সারা জীবন মনে রাখব।’ 

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও পঞ্চমালা বাংলাদেশের প্রতিষ্ঠাতা তাসনোভা তুশিন, সভাপতি মো. হাসানুর রহমান, সাধারণ সম্পাদক অয়ন কুমার সরকারসহ স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার