হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন এবং শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। তাঁদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। গুরুতর আহত দুই যুবককে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকা থেকে জাজিরার দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় মারা যান। এ সময় অলি খানসহ আরেক যুবক গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার সময় তাঁরাও মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেলেও প্রশাসন নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজন মারা গেছেন। নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে।’

মাদারীপুরে হাইওয়ে পুলিশের অভিযান, ১২ ইজিবাইক জব্দ

মাদারীপুরে অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত বেড়ে ৭

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৬

মাদারীপুরে বিদ্যুতের ৩৩ কেভির খুঁটির যন্ত্রাংশ চুরি

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০