হোম > সারা দেশ > মাদারীপুর

আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির দুই দিন পর সুমন সিপাহি (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সুমন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার কালু সিপাহির ছেলে।

ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেলে বাহেরচর কাতলা এলাকার কয়েকজন যুবক পিকনিকে যান। আড়িয়াল খাঁ নদে ট্রলার ভাড়া করে বিভিন্ন এলাকা ঘুরে তাঁরা রাতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাহেরচর কাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে সুমন সিপাহি নিখোঁজ হন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দফায় উদ্ধার অভিযান চালিয়েও তাঁকে খুঁজে পায়নি। দুই দিন পর আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পখিরা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে একাধিক দফায় তল্লাশি চালানো হয়। ট্রলারটিকেও শনাক্ত করা যায়নি। আজ সকালে তাঁর মরদেহ উদ্ধার হয়েছে।

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর