হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুর জেলা আইনজীবী সমিতি: সভাপতি এমদাদ, সম্পাদক শাকিল

মাদারীপুর প্রতিনিধি

এমদাদুল হক খান ও মাহাবুব হোসেন শাকিল। ছবি: সংগৃহীত

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এ নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ও সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন ৪৯ ভোট।

এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন আরমিন, আসাদুজ্জামান ও জালালুর রহমান।

সহসভাপতি পদে নির্বাচনে বিজয়ী হয়েছেন মাহবুব হাসান সরেজ; যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিলা পারভীন ও মো. মশিউর রহমান পারভেজ; কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক; আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু; মুহুরী সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল।

সাধারণ সদস্য পদে পাঁচজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন সৈয়দা তাহমিনা খানম তুলি, মো. এনামুল হক, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও মো. আবু সুফিয়ান।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে একটানা বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়েছে ২৯৩টি। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়।

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার