হোম > সারা দেশ > মাদারীপুর

ঝড়-বৃষ্টির মধ্যে নির্জন রাস্তায় বসে ছিল দেড় বছরের শিশু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে আনুমানিক দেড় বছর বয়সী একটি শিশুকে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পরিবারের সদস্যদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে শিবচর থানা-পুলিশ।

গতকাল শনিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার যাদুয়ারচর সেতুর কাছে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পথচারীরা।

শিবচর থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এমন সময় শিবচরের যাদুয়ারচর সেতুর কাছে সড়কে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান পথচারীরা। পরে শিশুটির আশপাশে কেউ আছে কি না, খোঁজ নিলে কাউকে পাওয়া যায়নি। পরে শিশুটিকে উদ্ধার করে শিবচর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে ঝড়ের রাতে নির্জন রাস্তায় বৃষ্টির মধ্যে শিশুটিকে হামাগুড়ি অবস্থায় দেখে অনেকের মধ্যেই বিস্ময় জাগে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘শিশুটিকে আমাদের হেফাজতে রেখেছি। এটা দুঃখজনক, রাতে বৃষ্টির মধ্যে শিশুটি রাস্তায় পড়ে ছিল! তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি। এখন পর্যন্ত শিশুটিকে শনাক্ত করতে কেউ আসেনি।’

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা