হোম > সারা দেশ > মাদারীপুর

সেবা দিতে দেরি হওয়ায় চিকিৎসকসহ ৪ জনের ওপর হামলার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাসেবা দিতে দেরি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকসহ চারজনের ওপর হামলা করার অভিযোগ উঠেছে এক রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

আটকেরা হলেন মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের হৃদয় জমাদ্দার (২৪) ও ঝাউদি এলাকার রিফাত ইসলাম (২৪)। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘হাসপাতালে চিকিৎসক ও স্টাফদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে থানায় নিয়ে এসেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার হাজির হাওলা গ্রামের সাইফুল জমাদ্দার (২২) জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। এ সময় অন্য কাজ থাকায় ব্যবস্থাপত্রে নাম লিখতে দেরি করেন ওয়ার্ডবয় সামচুর রহমান (৫৫)। এতে সাইফুলের সঙ্গে থাকা তাঁর ভাই হৃদয় জমাদ্দার ও তাঁদের লোকজন ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগের চিকিৎসক সালমান চৌধুরীর ওপর হামলা চালান। 

হাসপাতাল ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, চিকিৎসক সালমানকে রক্ষা করতে স্টাফরা এগিয়ে আসেন। এ সময় ওয়ার্ডবয় সামচুর রহমান (৩০), ট্রলিবয় হালান ব্যাপারী (২৮) ও আকাশ সরদারকে (২০) পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে হৃদয় জমাদ্দার ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এতে আহত চারজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ হৃদয় ও রিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা