হোম > সারা দেশ > মাদারীপুর

কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড পাওয়া তিনজন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক। সাত দিন করে কারাদণ্ড পেয়েছেন বরগুনার নাচনাবাদ গ্রামের মো. বসার ফকির, পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিলডুমুরিয়া গ্রামের মো. শফিউল্লাহ সুমন ও একই উপজেলার দেলবাড়ি গ্রামের মো. মোস্তাকিম।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এ সময় টেকেরহাট তাতিকান্দা গ্রামে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনজনকে আটক করা হয়। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘আমাদের থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

মাদারীপুরে হাইওয়ে পুলিশের অভিযান, ১২ ইজিবাইক জব্দ

মাদারীপুরে অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত বেড়ে ৭

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৬

মাদারীপুরে বিদ্যুতের ৩৩ কেভির খুঁটির যন্ত্রাংশ চুরি

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০