হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার-শিমুলিয়া রুটে সীমিত আকারে ফেরি চালু

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে ১৩ ঘণ্টা বন্ধ থাকা পর সীমিত আকারে আবার ফেরি চলাচল শুরু করেছে। গতকাল শুক্রবার রাত নয়টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। আজ শনিবার সকাল নয়টায় ফেরি চলাচল শুরু হয়। 

গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া কেটাইপ ফেরি কাকলী পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়ার পর থেকে নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়। রাত থেকে ফেরি বন্ধের ব্যাপারে বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ পদ্মায় স্রোতের তীব্রতার কারণ উল্লেখ করে সাংবাদিকদের এ বিষয়ে জানান। 

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, ফেরির চালকেরা ফেরি চালাতে অনীহা প্রকাশ করলে শুক্রবার রাত নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে স্রোতের গতিবেগও বেড়েছে। নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘুর্নিস্রোতের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। তাই রাত থেকে নদীতে ফেরিগুলো চলাচল বন্ধ রাখা হয়েছিল। 

তবে শনিবার সকাল ৯টার দিকে ফেরি সুফিয়া কামাল ও ক্যামেলিয়া নামে দুইটি ফেরি ছেড়ে গেছে। এরপর সকাল পৌনে দশটার দিকে ফেরি কুঞ্জলতা বাংলাবাজার ঘাট এলাকা ছেড়ে যায়। 

শনিবার সকাল সাড়ে আটটার দিকে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের সহ-ব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, ‘ফেরি বন্ধ রয়েছে। তবে ফেরির মাস্টারদের সঙ্গে আলোচনা হচ্ছিল ফেরি চালানোর ব্যাপারে।’ 

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘সকাল নয়টা থেকে কেটাইপ ফেরি সুফিয়া কামাল, কুঞ্জলতা ও ক্যামেলিয়া বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে গেছে। তবে ফেরিগুলো ওপার থেকে আবার আসবে কিনা তা নিশ্চিত নই।’ 

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান