হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ওষুধ কোম্পানির বিক্রয়কর্মীর মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে মো. শফিকুল ইসলাম (২৮) নামের ওষুধ কোম্পানির একজন ওষুধ বিক্রয়কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে একটি থ্রি-হুইলার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শফিকুল ইসলাম বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের নুরুল হকের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলাম তাঁর দুজন সহকর্মীকে নিয়ে মাহেন্দ্রতে চড়ে শিবচরের মাদবরের চরের বিভিন্ন বাজারে ওষুধ বিক্রি করে শিবচরে ফিরছিলেন। মাহেন্দ্রটি মাতবরের চর খাড়াকান্দি এলাকায় রাস্তার ওপর থাকা ড্রেজারের পাইপে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন শফিকুল। পরে তাঁর সঙ্গে থাকা দুই সহকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আহত শফিকুলকে ওই মাহেন্দ্র গাড়িতে নিয়েই শিবচর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে এলে শফিকুল ইসলামের মৃত্যু হয় বলে জানা গেছে। 

পুলিশের ধারণা, সহকর্মীরা ভয়ে তাঁর মরদেহ মাহেন্দ্র গাড়িতে রেখেই পালিয়ে যান। পুলিশ মরদেহ উদ্ধারের স্থান ও দুর্ঘটনাস্থল দুটিই পরিদর্শন করেছে। 

শিবচর থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘রাতে পৌরসভার শেখ হাসিনা সড়কে থ্রি-হুইলারের মধ্যে লাশ দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং থ্রি হুইলারটি জব্দ করে। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়, নিহত যুবক বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের নুরুল হকের ছেলে শফিকুল ইসলাম। তিনি শিবচরে কিউরেক্স কোম্পানিতে কর্মরত।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ‘এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে আমরা নিশ্চিত হয়েছি। গুরুতর আহত শফিকুলকে কে বা কারা রেখে পালিয়ে গেছে, সেটি আমরা নিশ্চিত নই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ 

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের