হোম > সারা দেশ > মাদারীপুর

যানবাহন চলাচল বেড়েছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে, বিভিন্ন স্টপেজে যাত্রীর ভিড়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে যান চলাচল। গতকাল বুধবার সকাল থেকেই যানবাহন চলাচল শুরু করলেও আজ বৃহস্পতিবার মহাসড়কে যাত্রী চলাচল বেড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে দূরপাল্লার বাসসহ নানা ধরনের যানবাহন। এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন বাসস্টপেজে যাত্রীদের ভিড়ও দেখা গেছে। 

এর আগে গত শনিবার থেকে কারফিউ থাকার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে একেবারেই যানবাহন শূন্য হয়ে পড়ে। দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকা এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার পরিবহন বন্ধ থাকে। এ ছাড়া লোকাল বাস চলাচলও বন্ধ ছিল। অবশ্য গত বুধবার থেকেই শাটডাউনের কারণে যান চলাচল ছিল একেবারেই কম।

এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই দূরপাল্লার পরিবহনসহ ঢাকা-ভাঙ্গা লোকাল বাস চলাচল করছে। শিবচরের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। এ ছাড়াও ঢাকা থেকে আসা যাত্রীদের ভিড়ও দেখা গেছে বাসস্টপেজে।

ঢাকাগামী যাত্রী মো.আউয়াল হোসেন বলেন, ‘এত দিন ঢাকা যাওয়া হয়নি। এখন পরিবেশ বেশ স্বাভাবিক। যানবাহনও পর্যাপ্ত চলাচল করছে। তাই ঢাকা যাচ্ছি। কাজ সেরে আবার বিকেলে ফিরে আসব।’

ঢাকাগামী একটি বাসের চালক মো. ইব্রাহিম নামের এক ব্যক্তি বলেন, ‘আজ যাত্রীদের বেশ চাপ রয়েছে। বাসের সকল সিটই আজ ফিলাপ হয়ে যাচ্ছে যাত্রীতে। পথে কোনো সমস্যা হচ্ছে না।’

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার থেকেই এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকে এটা বেশ স্বাভাবিক। দূরপাল্লার পরিবহনও যাওয়া-আসা করছে। যাত্রীদেরও ভিড় রয়েছে। হাইওয়ে পুলিশ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল আহমেদ বলেন, ‘এক্সপ্রেসওয়েতে আমাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। সড়কে পরিবহনসহ সব ধরনের গাড়ির বেশ চাপ দেখা যাচ্ছে।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ