হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের পাঁচ্চরসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড অতিক্রম করতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসের ১৫ জন যাত্রী আহত হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অনেকে মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে রাতেই স্থানীয় ক্লিনিকগুলোতে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় আহতাবস্থায় প্রায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকগুলোতে পাঠানো হয়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাতেই বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ