হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাদেশি বন্ধুর নতুন বাড়ি দেখতে মাদারীপুরে সৌদি দম্পতি

মাদারীপুর প্রতিনিধি

কুকরাইল এলাকায় সুমন মিয়ার বাড়িতে সৌদি দম্পতি দায়ফাল্লা আলওথাইবি ও তাঁর স্ত্রী সাহাব মোহাম্মদ গ্রেইনি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশি বন্ধুকে দেখতে সৌদি আরব থেকে মাদারীপুরে এসেছেন এক দম্পতি। আজ শুক্রবার দুপুরে মাদারীপুর শহরের পৌরসভার কুকরাইল এলাকায় সুমন মিয়ার বাড়িতে যান তাঁরা। তাঁদের দেখতে প্রতিবেশীরা ভিড় করেন।

শুক্রবার (১৩ জুন) দুপুরে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে সুমনের বাড়িতে যান সৌদি আরবের নাগরিক হুমুদ দায়ফাল্লা আলওথাইবি ও তাঁর স্ত্রী সাহাব মোহাম্মদ গ্রেইনি। তাঁরা সুমনের একটি সাততলা ভবন উদ্বোধন করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০০১ সালে সৌদি আরবের রিয়াদে ঠিকাদারি কাজ শুরু করেন মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামের সুমন মিয়া। কাজের সুবাদে সৌদি আরবের বড় ব্যবসায়ী হুমুদ দায়ফাল্লা আলওথাইবির সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। পরে ব্যবসায়িক অংশীদার হিসেবে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সুমন দেশে এসে মাদারীপুরের কুকরাইল এলাকায় জায়গা কিনে বাড়ি নির্মাণ শুরু করেন। তবে জীবিকার তাগিদে তিনি আবারও ফিরে যান সৌদি আরবে।

বন্ধুর নতুন বাড়ি দেখতে ওই আলওথাইবি আগ্রহী ছিলেন। গত বুধবার (১১ জুন) স্ত্রীকে নিয়ে তিনি বাংলাদেশে আসেন। পরে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন তাঁরা। সেখান থেকে আজ কুকরাইল এলাকায় সুমনের বাড়ি যান। আগামী রোববার (১৫ জুন) তাঁরা সৌদি আরবে ফিরে যাবেন।

সৌদি আরবের নাগরিক হুমুদ দায়ফাল্লা আলওথাইবি জানান, তিনি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। তা-ও আবার স্ত্রীকে নিয়ে। এখানকার মানুষের অ্যাপায়নে তাঁরা মুগ্ধ। তাঁদের অনেক ভালো লেগেছে। তাই আবার বাংলাদেশে ঘুরতে আসবেন বলে জানান।

সৌদিপ্রবাসী সুমন মিয়া বলেন, ভালো সম্পর্ক ও বন্ধুত্ব থাকার কারণে এত দূর থেকে বাংলাদেশে ছুটে এসেছেন তাঁর সৌদির বন্ধু।

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

৪০ লাখের পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২০ লাখ দাবি

ভোটের মাঠে: মনোনয়ন পেতে মাঠে ৩ নারী

৭৩ কৃষি কর্মকর্তার পদ শূন্য, ভোগান্তিতে কৃষকেরা

মাদারীপুরে ভূমিকম্প অনুভূত

নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

একটাই ছেলে, ৪০ লাখ টাকা দিয়েও বাঁচাতে পারলাম না—লিবিয়ায় গুলিতে নিহত ইমরানের মায়ের আহাজারি