হোম > সারা দেশ > মাদারীপুর

এনসিপির সমাবেশকে ঘিরে মাদারীপুরে নিরাপত্তা জোরদার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এনসিপির জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা কেন্দ্রীয় নেতাদের জন্য অপেক্ষায় রয়েছেন। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে হামলার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে মাদারীপুরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ থেকে মাদারীপুর জেলায় আসবেন এনসিপির নেতারা। আজ বুধবার বেলা ৩টায় সমাবেশ করার কথা থাকলেও এখনো তাঁরা মাদারীপুরে এসে পৌঁছাননি। তাঁরা হামলার শিকার হয়ে এখনো গোপালগঞ্জে আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জ থেকে মাদারীপুর আসার পথে জেলার প্রবেশদ্বার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর, ঘটকচর, খাগদি, মোস্তফাপুর, বাসস্ট্যান্ড, ডিসিব্রিজ, শকুনি লেকসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরে এনসিপির সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে মাদারীপুরের স্থানীয় নেতা-কর্মীরা অবস্থান করছেন। তাঁরা সবাই জাতীয় নেতাদের জন্য অপেক্ষায় রয়েছেন।

মাদারীপুর সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখের।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ