ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর বৌলগ্রাম এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ইলিয়াছ চৌধুরী (৩৫) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ সময় ইজিবাইকে থাকা দুই যাত্রী গুরুতর ভাবে আহত ২ হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ইজিবাইকটি যাত্রী নিয়ে টেকেরহাট যাচ্ছিল । বৌলগ্রাম নামক স্থানে আসলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান এসে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক ড্রাইভার ইলিয়াস চৌধুরী মারা যান। ইজিবাইকে থাকা দুই যাত্রী অমল ভক্ত (৩৫) ও শিশু প্রান্ত (৫) নামের দুই জন গুরুতর ভাবে আহত হয়। আহতদের রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের এস আই আসরাফ হোসেন বলেন, ইজিবাইকটি টেকেরহাট যাচ্ছিল। এ সময় ইজিবাইক একটি ভ্যানকে ওভারটেক করতে গেলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ড্রাইভার মারা যান।