হোম > সারা দেশ > লালমনিরহাট

তিনবিঘা করিডর দিয়ে যাতায়াতে বিএসএফের হয়রানির অভিযোগ, জামায়াতের বিক্ষোভ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 

দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারে আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের গবাদিপশু এবং কৃষিপণ্য পরিবহনের গাড়ি প্রবেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়ই বাধা দেয়। যাতায়াতে এ হয়রানির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দহগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় ওই ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারে সমাবেশ করা হয়।

এতে সভাপতিত্ব করেন দহগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাবুদ্দিন মাস্টার। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের লালমনিরহাট জেলা শাখার সাবেক আমির আতাউর রহমান, পাটগ্রাম উপজেলার সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর আমির সোহেল রানা, সাবেক প্রধান শিক্ষক রোজানুর রহমান রেজা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দহগ্রাম ইউনিয়নের ১৮ হাজার বাসিন্দা এখনো স্বাধীনভাবে চলাচল করতে পারেন না। ভারতনিয়ন্ত্রিত চলাচলের একমাত্র সড়ক তিনবিঘা করিডর দিয়ে যাতায়াত করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। করিডর সড়ক দিয়ে ভারী গাড়ি (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান) নিতে দেয় না বিএসএফ। এতে এই এলাকার কৃষকেরা উৎপাদিত কৃষিপণ্য (ধান, ভুট্টা) দেশের মূল ভূখণ্ড পাটগ্রামে নিয়ে যেতে পারেন না। গবাদিপশু (গরু, ছাগল, মহিষ) এই সড়ক দিয়ে দহগ্রামে নিতে দেওয়া হয় না। এখান থেকে (দহগ্রাম) সপ্তাহে ৬০টির বেশি পশু বিক্রির জন্য নিয়ে যেতে দেওয়া হয় না। এতে প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন বাসিন্দারা।

সমস্যা সমাধানে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টাকে দেওয়ার কথা জানানো হয়। এতে ১১টি দফায় দহগ্রামের বাসিন্দাদের জীবনযাপনে বিভিন্ন সমস্যা উল্লেখ করা হয়েছে বলে বক্তারা জানিয়েছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ‘দহগ্রাম ইউনিয়নের জনসাধারণ ভোগান্তিতে পড়েন এটা শুনেছি। দহগ্রামে চলাচলের করিডরের সড়ক-সংক্রান্ত বিষয়টি একটি আন্তর্জাতিক ইস্যু। স্থানীয়ভাবে আমার তেমন কিছু করার সুযোগ নেই। এটা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি

বুড়িমারী স্থলবন্দর: ভারতীয় ট্রাক থেকে ওষুধ ও সিসা জব্দ, চালক আটক

সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ল বিএসএফ

মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তিস্তার তীরে দর্শনার্থীর ভিড়

ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা বিএনপি নেতাকে অব্যাহতি