লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে হালিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে মিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা বেগম রায়পুর উপজেলার চরকাছিয়া এলাকার হৃদয় হাসানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে চরকাছিয়া এলাকা থেকে মিয়ারহাট এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন হালিমা বেগম। মিয়ারহাট এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন হালিমা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগে মারা যান হালিমা বেগম।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আরেফিন জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় পথচারী হালিমা বেগম নিহত হন। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।