হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ২ শিক্ষার্থী হত্যা মামলায় যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্রেপ্তার যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান ও নুর উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাদ আল আফনান ও সাব্বির হোসেন নামের দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা তিন মামলায় জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান ও নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোররাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমানের বাড়ি সদর উপজেলার টুমচর এলাকায় ও নুর উদ্দিনের বাড়ি একই উপজেলার লাহারকান্দি এলাকায়। তাঁরা জেলা যুবলীগের সদস্য। তাঁদের বিরুদ্ধে গত ৪ আগস্ট জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার অপসারণ করা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর বাসভবনের ছাঁদ থেকে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি করার অভিযোগ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, শিক্ষার্থী সাদ আল আফনান ও সাব্বির হোসেনকে গুলি করে হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলা তাঁদের যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিক্ষার্থীদের ওপর গুলি ও হত্যা মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে সারা দেশের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে উত্তাল ছিল লক্ষ্মীপুর। মিছিলে মিছিলে মুখরিত ছিল পুরো শহর। হঠাৎ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা উত্তর তেমুহানী থেকে একটি মিছিল নিয়ে ঝুমুর চত্বরের দিকে যাচ্ছিল। এ সময় ছাত্র আন্দোলনকারীদের মিছিলের ওপর হামলা চালানো হয়। পাল্টা প্রতিরোধে চেষ্টা করেন নিরস্ত্র শিক্ষার্থীরা। এ সময় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের পরিষদের অপসারণ করা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে গুলি ছোড়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা।

এর জেরে ফুসে ওঠেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বাজারের দিকে এগোতে থাকেন শিক্ষার্থীরা। শহরের তমিজ মার্কেট এলাকায় পৌঁছালে নিজ বাসভবনের ছাঁদ থেকে প্রকাশ্যেই সালাউদ্দিন টিপু ও তাঁর সহযোগীরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। এ সময় তিন শতাধিক গুলিবিদ্ধসহ আহত হয় কমপক্ষে ৫০০ বেশি শিক্ষার্থী। এ ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের আসামি করা হয়।

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি