হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

এবার রামগতির মেঘনা নদীতে দেখা গেল ‘ওয়াটারস্পাউট’

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে একসঙ্গে বিপুল পরিমাণ পানি আকাশের দিকে উঠতে দেখা গেছে। দৃশ্যটি মোবাইল ফোনে ক্যামেরাবন্দী করেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। ঘটনাটি প্রায় দেড় মিনিটের মতো স্থায়ী হয় বলে জানান তাঁরা। আবহাওয়া পর্যবেক্ষক বলছেন, এটি জলস্তম্ভ বা ‘ওয়াটারস্পাউট’। 

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টাংকি বাজার মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে দৃশ্যটি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন স্থানীয়রা। আর এই ছবি ও ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

মেঘনা নদীতে এ ঘটনার ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন স্থানীয় টাংকি বাজার মাছঘাটের ব্যবসায়ী মজিদ হোসেন ওমর। তিনি জানান, ঘটনার সময় তাঁরা কয়েকজন নদী পাড়ে বসে ছিলেন। এমন সময় হঠাৎ দেখতে পান মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ পানি আকাশে উঠে যাচ্ছে। এ সময় তিনিসহ অনেকে মোবাইল ফোনের ক্যামেরায় এই দৃশ্য ধারণ করে রাখেন। অনেকেই ফেসবুকে তা আপলোড করে দিয়েছেন। ঘটনাটি প্রায় দেড় মিনিটের মতো স্থায়ী ছিল। 

মজিদ হোসেন বলেন, ‘পানি জোয়ারের টানের মতো আকাশের দিকে উঠে যাচ্ছিল। এ সময় আকাশ কালচে রঙের হয়ে যায়। নদী থেকে আকাশের দিকে পানির পিলারের মতো তৈরি হয়েছিল। এটা মেঘনার তীরের লোকজন কৌতূহল নিয়ে দেখতে থাকে।’ 

স্থানীয় যুবক আরিফ হোসেন সজীব জানায়, মেঘনায় এ দৃশ্য বিরল, আগে কখনো এমন দেখা যায়নি। শুক্রবার এ ঘটনার সময় আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। 

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত জুলাই মাসের ২৩ তারিখে মৌলভীবাজারের হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার চাতলার চাতলবিল এলাকায় এমন একটি দৃশ্য দেখতে পান তীরবর্তী এলাকার বাসিন্দারা।

এ বিষয়ে রামগতি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। আবহাওয়া বিজ্ঞানে এমন ঘটনাকে জলস্তম্ভ বা “ওয়াটারস্পাউট” বলে।’

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ