হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভারত থেকে এল করোনায় মৃত নারীর মরদেহ

প্রতিনিধি

কুষ্টিয়া: ভারতে করোনায় মারা যাওয়া কুষ্টিয়ার শারমিন আক্তার স্মৃতির (৩২) মরদেহ দেশে আনা হয়েছে। গতকাল শনিবার কলকাতায় বাংলাদেশ দূতাবাসের বিশেষ ব্যবস্থাপনায় তাঁর মরদেহ কুষ্টিয়া পৌঁছয়।

স্মৃতির মামা নুরুন্নবী বাবু বলেন, কলকাতায় দূতাবাস থেকে মরদেহের ছাড়পত্র দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে গাড়িতে করে বেনাপোল বন্দরে মরদেহ নিয়ে আসা হয় ১ মে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে দূতাবাস থেকে ই–মেইল না আসায় বাংলাদেশ প্রান্তের কাস্টমস মরদেহ ছাড়তে বিলম্ব করে।

নুরুন্নবী বাবু বলেন, ১ মে ছুটির দিন থাকায় মূলত তাঁরা এই ভোগান্তির মুখে পড়েন। পরে আবার টেলিফোনে দূতাবাসে যোগাযোগ করা হলে ই–মেইল পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপরই সাড়ে ৮টার দিকে মরদেহ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১১টার দিকে মরদেহবাহী গাড়ি কুষ্টিয়ায় পৌঁছয়। রাতেই মরদেহ কুষ্টিয়ায় দাফন করা হয়েছে।

শারমিন আক্তার স্মৃতি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতীর স্ত্রী। কিডনি সমস্যায় চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে গত ২০ মার্চ বেনাপোল হয়ে তারা ভারতে যান স্মৃতি। স্মৃতির মামা নুরুন্নবী বাবু কুষ্টিয়ার স্থানীয় একটি দৈনিকের সম্পাদক। তিনি জানান, বর্ধমানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ আগে স্মৃতির করোনা পজিটিভ আসে। পরিস্থিতির অবনতি হলে চারদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ এপ্রিল নেওয়া হয় আইসিইউতে। ৩০ এপ্রিল বেলা সাড়ে ৪টায় কলকাতার বর্ধমানের ফর্টিস হাসপাতালে তার মৃত্যু হয়।

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ