হোম > সারা দেশ > কুষ্টিয়া

ফেসবুকে ভাইরাল ফুটেজ দেখে উত্ত্যক্তকারীকে ধরল পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি

বোরহান উদ্দিন। ছবি: সংগৃহীত

সড়ক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন দুই নারী। এমন সময় কয়েক যুবক এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শ করেন। ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যান তাঁরা। উত্ত্যক্ত করার ভিডিওটি ঘটনাস্থলের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি নজরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় উত্ত্যক্তকারী যুবককে আটক করে থানা-পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বড় মসজিদ গলিতে এই ঘটনা ঘটে।

আটক যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। দুপুরে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরিহিত দুই নারী বড় মসজিদ গলি ধরে হেঁটে যাচ্ছিলেন। একই সময় সামনের দিক থেকে ছয় যুবক আসছিলেন। একপর্যায়ে কাছে এসে যুবকদের একজন এক নারীর শরীর স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে ওই নারী প্রতিবাদ করলে তাঁরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ সময় আশপাশের মানুষজনকে এগিয়ে আসতে দেখা যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ওই উত্ত্যক্তকারীকে শনাক্ত করা হয়। তারপর তাঁকে আটক করে থানায় আনা হয়েছে। আটক যুবক উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেছেন। তবে ওই দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করা হবে।

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর