হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় ক্লিনিকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্য বাজারের সাদিয়া ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ক্লিনিক ঘেরাওসহ বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বজনরা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনার পরপরই সাদিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ও অস্ত্রোপচারকারী চিকিৎসক পালিয়ে যায়।

ভুল চিকিৎসায় মারা যাওয়া নারী নাসিমা খাতুন (২৬) দৌলতপুর উপজেলার পিয়ারপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামের ফারুক হোসেনের গর্ভবতী স্ত্রী নাসিমা খাতুনের (২৬) প্রসববেদনা ওঠে। প্রসববেদনায় বিকেলে তাকে ভেড়ামারা শহরের মধ্য বাজারের সাদিয়া ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়। সেখানে বিকেল ৫টায় তাঁর একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম হয়। এরপর প্রসূতির অনেক বেশি রক্তক্ষরণ শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে প্রসূতির মৃত্যু হয়।

প্রসূতির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সাদিয়া ক্লিনিকের সামনে আত্মীয়-স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধরা সাদিয়া ক্লিনিক অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চিকিৎসক ও সাদিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. আব্দুল হান্নান মোবাইল ফোনে জানান, মূলত আলট্রাসনোগ্রাফির রিপোর্ট ভুল থাকার কারণে অপারেশনে প্রসূতির স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত শুরু হয়। এ সময় আমি নিজে দায়িত্বে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।

এ ব্যাপারে নিহত প্রসূতির চাচাতো ভাই নাজমুল জানান, আমার বোনের শারীরিক সুস্থতা ও সব রিপোর্ট দেখে ডা. হান্নান সব ঠিক আছে বলে জানান। অপারেশনের পর তিনি নিজেই বোন নাসিমাকে একটি অ্যাম্বুলেন্স করে জোর করে রাজশাহী হাসপাতালে পাঠান। আর এ ব্যাপারে ডা. আমাদের কিছুই জানাননি। রাস্তায় রোগীর মৃত্যু খবর পেয়ে চিকিৎসক হান্নান ক্লিনিকে তালা মেরে পালিয়ে যান। তাঁর ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চিকিৎসক বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মরদেহের সুরতহাল শেষে কুষ্টিয়া সদর হাসপাতাল পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২