হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় ক্লিনিকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্য বাজারের সাদিয়া ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ক্লিনিক ঘেরাওসহ বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বজনরা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনার পরপরই সাদিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ও অস্ত্রোপচারকারী চিকিৎসক পালিয়ে যায়।

ভুল চিকিৎসায় মারা যাওয়া নারী নাসিমা খাতুন (২৬) দৌলতপুর উপজেলার পিয়ারপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামের ফারুক হোসেনের গর্ভবতী স্ত্রী নাসিমা খাতুনের (২৬) প্রসববেদনা ওঠে। প্রসববেদনায় বিকেলে তাকে ভেড়ামারা শহরের মধ্য বাজারের সাদিয়া ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়। সেখানে বিকেল ৫টায় তাঁর একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম হয়। এরপর প্রসূতির অনেক বেশি রক্তক্ষরণ শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে প্রসূতির মৃত্যু হয়।

প্রসূতির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সাদিয়া ক্লিনিকের সামনে আত্মীয়-স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধরা সাদিয়া ক্লিনিক অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চিকিৎসক ও সাদিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. আব্দুল হান্নান মোবাইল ফোনে জানান, মূলত আলট্রাসনোগ্রাফির রিপোর্ট ভুল থাকার কারণে অপারেশনে প্রসূতির স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত শুরু হয়। এ সময় আমি নিজে দায়িত্বে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।

এ ব্যাপারে নিহত প্রসূতির চাচাতো ভাই নাজমুল জানান, আমার বোনের শারীরিক সুস্থতা ও সব রিপোর্ট দেখে ডা. হান্নান সব ঠিক আছে বলে জানান। অপারেশনের পর তিনি নিজেই বোন নাসিমাকে একটি অ্যাম্বুলেন্স করে জোর করে রাজশাহী হাসপাতালে পাঠান। আর এ ব্যাপারে ডা. আমাদের কিছুই জানাননি। রাস্তায় রোগীর মৃত্যু খবর পেয়ে চিকিৎসক হান্নান ক্লিনিকে তালা মেরে পালিয়ে যান। তাঁর ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চিকিৎসক বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মরদেহের সুরতহাল শেষে কুষ্টিয়া সদর হাসপাতাল পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ