হোম > সারা দেশ > কুষ্টিয়া

মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান। তিনি মিরপুর কলেজের প্রভাষক। গত সেপ্টেম্বর মাসে রেলবাজার মার্কেটে বাজার করতে গিয়ে পকেটে থাকা তাঁর মোবাইল ফোনটি হারিয়ে যায়। 

এরপর ভেড়ামারা থানায় হারানো মোবাইলের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হাবিবুর রহমান। প্রায় ছয় মাস পর গতকাল সোমবার রাতে হারিয়ে যাওয়া ফোনটি হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। 

প্রভাষক হাবিবুর রহমান বলেন, ‘আমার ফোনটি আবার ফেরত পাব ব্যাপারটা অবিশ্বাস্য। ফোন ফিরে পাওয়ার ক্ষীণ আশা ও হারিয়ে যাওয়া ফোন দিয়ে কোনো অপরাধ যেন সংঘটিত না হয়, সে জন্য থানায় জিডি করেছিলাম। প্রায় ছয় মাস পর পুলিশ সেই ফোন উদ্ধার করে। পরবর্তী সময়ে ওসি (মজিবুর রহমান) আমার হাতে তুলে দিল। এটা সত্যিই অবিশ্বাস্য ও আনন্দের ব্যাপার।’ 

এ ব্যাপারে ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাবিবুর রহমান জিডি করার পর দায়িত্ববোধ থেকেই খুব গুরুত্বের সঙ্গে উদ্ধারে তৎপরতা চালাই। অবশেষে তাঁর হাতে ফোন তুলে দিতে পেরেছি।’ 

ওসি বলেন, ‘হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয় না—এমন ধারণা আমরা পাল্টে দিতে চাই। ক্রেতারা পুরোনো ফোন রেজিস্টার্ড দোকান থেকে বৈধ কাগজ নিয়ে যেন কেনে সেই অনুরোধ রইল।’ 

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ