হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার মিরপুরে পাথরবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। নিহত অটোরিকশারচালকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ সকালে একটি সিএনজিচালিত অটোরিকশার কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় আসার পর কুয়াশার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজিচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরও দুজন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি সৈয়দ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ