হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার মিরপুরে পাথরবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। নিহত অটোরিকশারচালকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ সকালে একটি সিএনজিচালিত অটোরিকশার কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় আসার পর কুয়াশার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজিচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরও দুজন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি সৈয়দ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার