হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবি ছাত্র ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের সন্ধান চায় শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি 

গুম হওয়া দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ছবি: আজকের পত্রিকা

২০১২ সালে গুম হওয়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দাসের সন্ধানের দাবি জানিয়েছেন ইবির শিক্ষার্থীরা। এ নিয়ে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শুরু থেকে এখন পর্যন্ত আমরা ভাইদের ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ফ্যাসিস্ট চলে গেলেও আমরা আমাদের ভাইদের ফিরে পাইনি। ব্যারিস্টার আরমান ফিরেছে। আমাদের ভাইদের সন্ধান দিন। আর যদি তারা জীবিত না থাকে, তাহলে তাদের লাশের সন্ধান দিন। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের ভাইদের সন্ধান দিন।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে করে ক্যাম্পাসে যাচ্ছিলেন ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাস। পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে পুলিশ। ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাদের গুম করা হয়েছে বলে দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ