হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভূমির অফিস সহায়ককে তুলে নেওয়ার অভিযোগ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে এক অফিস সহায়ককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন ভূমি কার্যালয় চত্বরে এই ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তুলে নিয়ে যাওয়া অফিস সহায়কের নাম মো. দুলাল আলী (৪৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মেটনগ্রামের বাসিন্দা। এ ঘটনার পর থেকেই ইউনিয়ন ভূমি অফিসে তালা ঝুলতে দেখা গেছে। অভিযুক্ত মোল্লা জফর গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

গোস্বামী দূর্গাপুর ইউপি চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, ‘সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা জাফরের নেতৃত্বে দুইটি মোটরসাইকেলে ৪-৫ জন ভূমি অফিসে ঢুকে অফিস সহায়ক দুলালকে জোর করে তুলে নিয়ে যায়। স্থানীয়রা তাদের পাশের জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দিকে যেতে দেখেছে।’

কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম বলেন, ‘জানতে পেরেছি যে ভিপি জমির রেকর্ড নিয়ে দ্বন্দ্বে অফিস সহায়ক দুলালকে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর লোকজন তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।’

ইউনিয়ন ভূমি অফিস চত্বরে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনার পর আতঙ্কে ভূমি অফিস তালা মেরে চলে গেছেন কর্মচারীরা।

টিপু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি বাজারে এসে দেখি ভূমি অফিসে তালা দেওয়া।

এ বিষয়ে জানার জন্য সাবেক চেয়ারম্যান মোল্লা জাফরের মুঠোফোনে ফোন দিলে তিনি কল ধরেননি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অফিস সহায়ক দুলালকে উদ্ধারে অভিযান চলছে।

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা