হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিয়ের ১১ মাস পর অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

ভালোবেসে পালিয়ে বিয়ে করার প্রায় ১১ মাসের পর অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে নিহতের স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূর নাম মোছা. চাঁদনী খাতুন (১৭)। তিনি শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের মো. নাসির হোসেনের (২০) স্ত্রী। এ ছাড়া তিনি একই ইউনিয়নের বড় মাজগ্রামের কাঠমিস্ত্রি সুরাফ শেখের মেয়ে। চাঁদনী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

চাঁদনীর স্বজনদের অভিযোগ, ভালোবেসে বিয়ে করায় শাশুড়ি সব সময় তাঁকে কটুকথা শোনাতেন, ঝগড়া করতেন। কিন্তু কীভাবে মারা গেছেন তা তাঁরা বলতে না পারলেও চাঁদনীর গায়ে থাকা স্বর্ণালংকার ও মারা যাওয়ার সময় গলায় প্যাঁচানো দড়ি পাওয়া যাচ্ছে না। 

চাঁদনীর স্বজন ও স্থানীয় লোকজন জানান, প্রায় ১১ মাস আগে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে চাঁদনী ও নাসির বিয়ে করেন। তাঁদের বিয়ে দুই পরিবারের পক্ষ থেকে মেনে নিলে তাঁরা একসঙ্গে সংসার করছিলেন। এরই মধ্যে চাঁদনী চার মাসের অন্তঃসত্ত্বা হন। এরপর আজ সকাল সাড়ে আটটার দিকে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলে থাকতে দেখেন তাঁর স্বামীর বাড়ির লোকজন। 

চাঁদনীর বাবা সুরাফ শেখ জানান, তাঁর মেয়ে সম্পর্ক করে পালিয়ে বিয়ে করেছিলেন। সেই বিয়ে মেয়ের শাশুড়ি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিলেন না। সব সময় ঝগড়া করতেন। হঠাৎ মেয়ের মারা যাওয়ার খবরে তিনি জামাইয়ের বাড়িতে এসে দেখের তাঁর মেয়ের লাশ বারান্দায় রাখা রয়েছে। 

এ বিষয়ে চাঁদনীর শাশুড়ি নাছিমা খাতুন জানান, তিনি তাঁর ছেলের বউকে খুব আদর করতেন। কোনো দিন ঝগড়াও হয়নি তাঁদের। তিনি গতকাল শুক্রবার রাত থেকে এক আত্মীয় বাড়িতে ছিলেন। সকালে তাঁর ছেলের বউয়ের মারা যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন তিনি। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাপস কুমার পাল বলেন, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

শিক্ষকেরা আন্দোলনে, শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন অভিভাবকেরা